শহরে পিটিটিআই ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের মিছিল, গ্রেফতার পুলিশের
শোভাঞ্জন দাশগুপ্ত
পিটিটিআই ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের চাকরির দাবিতে শহরে মিছিল। আন্দোলনকারীদের অভিযোগ ২০০৫ সাল থেকে ট্রেনিং নিয়েও তাঁদের নিয়োগ করছে না রাজ্য সরকার। বারবার বলা সত্বেও সরকার কর্ণপাত করছে না বিষয়টি। মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও এখনও চাকরি না পাওয়ায় তাঁদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী সরকারে আসার সময় বলেছিলেন তিনধাপে নিয়োগ হবে পিটিটিআই ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের। কথা কথাই রয়ে গেছে বলে অভিযোগ পিটিটিআই রাজ্য সভাপতি পিন্টু পারুইয়ের।
মঙ্গলবার রাজ্য বিজেপির সদর দফতর থেকে বিকাশভবন পর্যন্ত এক মিছিলের আয়োজন করেন পিটিটিআই ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। মিছিলে ছিলেন রাজ্য বিজেপি নেতা তথা অভিনেতা জয় ব্যানার্জি। মিছিলটি বিজেপি দফতর থেকে বেরিয়ে ধর্মতলামুখী কিছুদূর যেতেই কলুটোলা-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে পৌঁছলে পুলিশ তাঁদের পথ আটকায়। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। প্রায় জনা পঞ্চাশেক বিক্ষোভকারীকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।
Comments are closed.