বিষধর সাপ ধরে বিক্রির অভিযোগ! বনদফতরের জালে হাওড়ার শ্যামপুরের এক ব্যক্তি
নিজস্ব সংবাদদাতা : বিষধর সাপ ধরে বিক্রি করার অপরাধে হাওড়ার শ্যামপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনদফতর। ধৃতের নাম শেখ সামাদ আলি। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর ধরেই হাওড়ার শ্যামপুরের কমলপুরের আশেপাশের গ্রাম থেকে বিষধর সাপ ধরত অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে কমলপুরে শেখ সামাদ আলির ঘরে হানা দেয় বনদফতর। ধৃতের ঘর থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি বিষধর সাপ ও পাখি মারার বন্দুক।
বিষধর সাপ ধরে বিক্রি করার অপরাধে হাওড়ার শ্যামপুরের কমলপুর থেকে শেখ সামাদ আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনদফতর। pic.twitter.com/FT0jx2Juvb
— Bengal Fast (@bengal_fast) June 25, 2021
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য প্রশান্ত সাঁতরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সাপ ধরত শেখ সামাদ আলি। কিন্তু সাপগুলো কী করত কেউ জানত না। জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরাই গোপনে খবর দেয় বন দফতরকে। সেই সূত্রেই শ্যামপুরের কমলপুরে হানা দিয়ে শেখ সামাদ আলিকে গ্রেফতার করে বনদফতর।
Comments are closed.