Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে মৃত জেইউআইএফ নেতা

বেঙ্গল ফাস্ট : গাড়িবোমা বিস্ফোরণ পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে। সোমবার এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে জেইউআইএফ-এর বর্ষীয়ান নেতা মওলনা মহম্মদ হানিফ গুরুতর জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বালোচিস্তান প্রদেশের চামান মাল রোডে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরবাইকে বোমা রেখেছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান পুলিশের। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে পাক পুলিশ দাবি করেছে। এই ঘটনার দায় কেউ নেয়নি। নাশকতার নিন্দা করে শোকপ্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বালোচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, তা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূর আফগানিস্তান সীমান্ত।

- Sponsored -

বিস্ফোরণের তদন্তে নেমে ওই বাইকটিকে চিহ্নিত করেছে পুলিশ। বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘরবাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তের পর চমনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ইয়াসির দাশতি জানান, বাইকের মধ্যেই শক্তিশালী বোমাটি লুকিয়ে রাখা হয়েছিল। জেইউআই-এফ নেতা মওলনা মহম্মদ হানিফকে হত্যার চক্রান্তেই যে বোমাটি সেখানে রাখা হয়েছিল, সে সম্পর্কে একরকম নিশ্চিত পুলিশ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.