বিস্ফোরণে কাঁপল ঢাকা! মগবাজারে মৃত ৭, আহত কমপক্ষে ৫০জন

নিজস্ব সংবাদদাতা : বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঢাকার মগবাজার ওয়ারলেস গেটের কাছে বিস্ফোরণ হয়। তীব্র শব্দে বিস্ফোরণের পর হঠাৎ আগুন লেগে যায়। তার জেরে ধসে পড়ে একটি ভবন। ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে দুটি বাসের যাত্রীরা আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, ট্রান্সফর্মার, বাতানুকূল যন্ত্র বা জেনারেটর থেকে বিস্ফোরণ হতে পারে। বিদ্যুৎ বণ্টনকারীর সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, বৈদ্যুতিক কোনও কারণে বিস্ফোরণ হয়নি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে খবর।
Comments are closed.