Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘নিট’ এবং ‘জেইই’ পিছোনোর দাবিতে রায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টে

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

‘নিট’ এবং ‘জেইই’ (মেন)-সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছোনোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ৬টি রাজ্য। মূলত সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েই শীর্ষ আদালতে হাজির পশ্চিমবঙ্গ, পঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিসগঢ় ও ঝাড়খণ্ড। পর্যালোচনা করার এই আবেদনে মূল আবেদনকারী পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও আবেদনকারী হিসাবে নাম রয়েছে ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রাজেশ্বর ওরাওঁ, রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা, ছত্তিশগড়ের খাদ্যমন্ত্রী অমরজিৎ ভগৎ, পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু, মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী উদয় আর সামন্ত। সূত্রের খবর, মামলার মূল নথি তৈরি করেছেন অভিষেক মনু সিংভি-সহ আরও কয়েকজন বিশিষ্ট আইনজীবী।

- Sponsored -

উল্লেখ্য সেপ্টেম্বরের ১-৬ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-এন্ট্রাস মেইন) এবং ১৩ সেপ্টেম্বর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হবে। করোনা আবহে পরীক্ষা ফেলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন ১১ জন ছাত্র ও তাঁদের অভিভাবকরা। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ সেই আবেদন নাকচ করে জানিয়ে দেয়, “করোনা সংক্রমণের কারণে জীবন থমকে থাকবে না। পরীক্ষা পিছিয়ে দিলে একটা বছর নষ্ট হবে ছাত্রছাত্রীদের। সেকথাই চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়েন্ট-এন্ট্রাস মেইন এবং নিট-ইউজি নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদনও করেছেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.