আমবোঝাই ট্রাকে ৫০ কেজি মাদক পাচার! ডায়মন্ড হারবার পুলিশের জালে ৬ কারবারি

মানালি মণ্ডল
ওড়িশার ভদ্রক থেকে আসছিল আমবোঝাই ট্রাক। আমের পেটির তলায় লুকানো ছিল মাদক দ্রব্য। তল্লাশিতে নেমে তা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। উদ্ধার হল প্রায় ৫০ কেজি মাদক। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে ৬ মাদক কারবারিকে। এদের আজ আলিপুর আদালতে তোলা হবে।
সকালে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি সুজয় গায়েন ও বিষ্ণুপুর থানার পুলিশ যৌথ তল্লাশিতে নেমে বিষ্ণুপুরের মলঙ্গা থেকে এদের ধরে। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মগরাহাটে মাদক বিক্রির জন্য এরা যাচ্ছিল। অভিযুক্তদের একজন ওড়িশার বাসিন্দা। বাকিরা নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকার বাসিন্দা। নরেন্দ্রপুরেই মেন পাণ্ডার বাড়ি। ওড়িশা থেকে মাদক দ্রব্য নিয়ে এসে সঙ্গীদের নিয়ে জেলার বিভিন্ন জায়গা যেমন বারুইপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, মগরাহাট, জয়নগর, বিষ্ণুপুর, কুলতলিতে পাচার করত। এদের সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে।’
পাশাপাশি মগরাহাটে কাদের কাছে বিক্রির জন্য মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও পুলিশ খতিয়ে দেখছে। আজ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই কারবারের সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত করবে পুলিশ ।
Comments are closed.