Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দিলীপ ঘোষের খাসতালুকে ভাঙন, তৃণমূলে যোগ ৫০ নেতাকর্মীর

নিজস্ব সংবাদদাতা : খড়্গপুরে দিলীপ ঘোষের খাসতালুকে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বিজেপি শ্রমিক সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মীকে তৃণমূলে যোগ দেওয়ালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই দলবদলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন খড়্গপুরে বিজেপির স্থানীয় ৪ নেতাও। এর মধ্যে রয়েছেন, সংসদ প্রতিনিধি কমিটির সদস্য রাজদীপ গুহ, বিজেপির খড়গপুর উত্তর মণ্ডল প্রাক্তন সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়্গপুরে বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও খড়্গপুরের বিজেপি নেতা সজল রায়। খড়্গপুরে তৃণমূলের জেলা সদর দফতরে এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলবদলের প্রসঙ্গে দিল্লি থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “কিছু লোককে টাকা, চাকরি, পদের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে। তাতে বিজেপির কোনও ক্ষতি হবে না।”

- Sponsored -

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিজেপির উপর মানুষ আস্থা হারাচ্ছেন। বাংলার মানুষকে ওরা অপমান করছে। পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের একটা অংশ গত লোকসভায় তৃণমূলকে সমর্থন করেননি। তাঁরা এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।” চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, “সংবিধানকে নিজেদের এক্তিয়ারে নিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। সব করায়াত্ত্ব করতে চাইছে কেন্দ্র। তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করবে। লড়াই করবে। কৃষকদের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই জারি থাকবে।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.