মে-জুনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আরও একবার এগিয়ে এল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে বাড়ির উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। এমন পরিস্থিতিতে তাঁদের ভরসা জোগাতেই জাতীয় খাদ্যসুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী, কেন্দ্র বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
মে-জুন মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য পাবেন গরিব মানুষজনেরা। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঘোষণা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য বন্টনের জন্য কেন্দ্র ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। প্রসঙ্গত, গত বছর লকডাউনের মধ্যে খাদ্যশস্যের ব্যবস্থা করেছিল কেন্দ্র। এবার ফের করোনা মাথাচাড়া দেওয়ায় চালুর সিদ্ধান্ত নেওয়া হল এই প্রকল্পে।
Comments are closed.