এক বছর পর জম্মু-কাশ্মীরে চালু ফোর-জি মোবাইল ইন্টারনেট

নিজস্ব সংবাদদাতা : এক বছরেরও বেশি সময় পর জম্মু ও কাশ্মীরে চালু হল হাইস্পিড ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা। রবিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে গান্ধেরওয়াল এবং উধমপুর জেলায় সেই পরিষেবা চালু করা হয়েছে। বাকি জেলাগুলিতে ইন্টারনেট স্পিড টু-জিতেই সীমাবদ্ধ থাকছে। গত বছর ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগে থেকে নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জম্মু-কাশ্মীর এবং লাদাখ, দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। সেই থেকে গত এক বছর বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা উপত্যকা।
গত ২৫ জানুয়ারি থেকে টু-জি পরিষেবা চালু হলেও অনলাইন ক্লাস বা বাড়ি থেকে কাজ করায় সমস্যা শুরু হয়। তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে। সেই আবেদনের ভিত্তিতেই গত সপ্তাহে ফোর জি পরিষেবা চালু করা নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। উপত্যকায় চলতি মাসের গোড়ার দিকে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট এলাকায় ফোর-জি পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুনানিতে ফোর জি পরিষেবা চালুর প্রস্তুতি ১৫ অগস্টের পরই হবে বলে শীর্ষ আদালতে জানান অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল। সেইমতো রবিবার রাত থেকেই হাইস্পিড ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হল উপত্যকায়।
Comments are closed.