পিছিয়ে গেল ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা
নিজস্ব সংবাদদাতা : করোনার থাবা কলকাতা বইমেলায়। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে পিছিয়ে গেল ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত বইমেলার দিনক্ষণ ধার্য ছিল। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বইমেলার থিম করা হয়েছিল ‘বাংলাদেশ’। করোনায় ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখেই পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান বন্ধ রয়েছে। ফলে বিদেশি বইয়ের স্টল করা সম্ভব নয়। বিভিন্ন দেশ থেকে প্রকাশকরা আসেন। যা কলকাতা বইমেলা অন্যতম বৈশিষ্ট্য। অগত্যা, এ হেন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Comments are closed.