বীজপুরে বিজেপিতে ভাঙন! তৃণমূলে যোগ ৪২ জন নেতা-কর্মীর
নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার হিড়িক অব্যাহত। এবার বীজপুরে বড় ভাঙন বিজেপির। মুকুল রায় এবং ছেলে শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দিতেই আজ হালিশহরে মঙ্গলদীপ ভবনে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৪২ জন। তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপির হালিশহরের মণ্ডল-৩ সভাপতি। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন একাধিক বিজেপি নেতা-নেত্রী। বিধায়ক পার্থ ভৌমিক এবং বিধায়ক সুবোধ অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপির ছেড়ে আসা কর্মীরা।
বীজপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৪২ জন pic.twitter.com/LJtOG1ajwf
— Bengal Fast (@bengal_fast) June 23, 2021
যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, হালিশহর পৌরসভার পৌরপ্রশাসক রাজু সাহানি এবং যুব নেতা কমল অধিকারী-সহ অন্যান্যরা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে তাঁদের অভিযোগ, ‘একুশের নির্বাচনে পুরনো কর্মীদের কোণঠাসা করে দেওয়া হয়েছিল। দলীয় সংগঠন অনুযায়ী তাঁদের খোঁজখবর নিত না দল। সংগঠনের ভবিষ্যৎ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।’
Comments are closed.