Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাংলাদেশ থেকে ৪০ টন পদ্মার ইলিশ ঢুকল পশ্চিমবঙ্গে, খুশির জোয়ার ভোজনপ্রিয় বাঙালিদের

নিজস্ব সংবাদদাতা: বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল ৪০ টন পদ্মার ইলিশ। ট্রাক বদলে এই ইলিশ রওনা দিল কলকাতার পাইকারি বাজারের উদ্দেশে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত প্রায় প্রতিদিনই এই মাছ ভারতে আমদানি হতে থাকবে। বাংলাদেশের এই ইলিশ আমদানির খবরে খুশির হাওয়া ইলিশপ্রিয় বাঙালিদের মনে। খুশি মাছ ব্যবসায়ীরাও।

ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা বরাবরই রয়েছে। একসময় বর্ষার শুরু থেকে প্রতিদিন টন টন ইলিশ আমদানি হত ভারতে। ব্যবসা হত কোটি কোটি টাকার। গত কয়েক বছর ধরে কারবারে বাধা পড়েছে। বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞায় সেদেশ থেকে ইলিশ মাছ আসা বন্ধ রয়েছে।

- Sponsored -

অনেক আবেদনের পর গত বছর পুজোর আগে ২ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করার অনুমতি দেয় বাংলাদেশ সরকার। এবছরও যাতে ইতিশ রফতানিতে বাংলাদেশ সরকার অনুমতি দেয়, তারজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ভারতের ইলিশ আমদানিকারীরা। অবশেষে সেই আবেদনে সাড়া দেয় বাংলাদেশ সরকার।

২০ সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়ের উপ সচিব তানিয়া ইসলাম এক নির্দেশিকা জারি করে জানান, বাংলাদেশ সরকার পুজো উপলক্ষে এবছর ভারতে ২০৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিল। ৫২টি সংস্থার মাধ্যমে (‌প্রত্যেকের জন্য ৪০ মেট্রিক টন বরাদ্দ)‌ এই মাছ ভারতে রফতানি হবে। ১০ অক্টোবর পর্যন্ত এই মাছ রফতানি করা যাবে।

ভারতের ইলিশ আমদানিকারী সংস্থার পক্ষে ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল জানান, ‘বাংলাদেশ সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে প্রথম পর্যায়ে ১৪টি ট্রাকে ৪০ টন ইলিশ ভারতে এল। এদিন সকালেই ইলিশবোঝাই ট্রাক বাংলাদেশের বেনাপোল সীমান্তে এসে পৌঁছায়। এরপর সমস্ত সরকারি নিয়ম সম্পন্ন করে সন্ধেয় পেট্রাপোল সীমান্ত দিয়ে মাছের ট্রাক ভারতীয় সীমান্তে এসে পৌঁছায়।’

‌পশ্চিমবঙ্গের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ জানান, ‘বাংলাদেশ সরকার আমাদের আবেদনে সাড়া দিয়ে ভারতে ইলিশ রফতানিতে অনুমতি দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করব প্রতি বছর এইভাবে তারা অনুমতি দেবেন।’‌ সংস্থার সভাপতি অতুল দাস বলেন, ‘এবছর যে ইলিশ আমদানি হচ্ছে, তার ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কিলোগ্রাম। পাইকারি বাজারে এর দাম কিলোপ্রতি ৯০০ টাকা থেকে ১৫০০ টাকা।’‌

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.