মাচিল সেক্টরে গুলির লড়াই, নিকেষ ৩ জঙ্গি, শহিদ ৪ সেনা
নিজস্ব সংবাদদাতা: ফের রক্তাক্ত উপত্যকা। জঙ্গিদের গুলিতে নিহত ৪ সেনা জওয়ান। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।
ঘটনার সূত্রপাত, জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে। শনিবার রাত একটা নাগাদ কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সন্দেহজনক কয়েকজনকে দেখেন। অনুপ্রবেশকারীদের আটকানোর চেষ্টা করলে তারা নিরাপত্তা রক্ষীদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পালটা গুলি ছোড়েন জওয়ানরাও। তিন ঘণ্টা ধরে চলে তীব্র গুলির লড়াই। এক সেনা অফিসার এবং ৩ জওয়ানের মৃত্যু হয়। সেনার পাল্টা গুলিতে ৩ জঙ্গির মৃত্যু হয়।
Comments are closed.