সাঁতরাগাছি গুলি চালনার ঘটনায় ২ সুপারি কিলার-সহ গ্রেফতার ৩

শুভাশিস মণ্ডল
গত ২৫ জুন হাওড়ার সাঁতরাগাছিতে ঘটে যাওয়া শুটআউটের ঘটনায় গ্রেফতার ৩। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে খড়গপুর থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। মনে করা হচ্ছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দিয়েই ঘটনার দিন গুলি চালানো হয়েছিল। ধৃতদের নাম কুন্দন, শাহিদ এবং সুবাস। ধৃতদের বৃহস্পতিবার হাওড়া জেলা আদালতে তোলা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ প্রতীক্ষা ঝাকারিয়া জানিয়েছেন, ‘সাঁতরাগাছি গুলিকাণ্ডের অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে ৩ জন অভিযুক্তদের নাম। প্রাথমিক তদন্তে অনুমান ধৃতেরা একটি গ্যাংয়ের হয়ে কাজ করতেন। এদের মধ্যেই একজন ঘটনার দিন গুলি চালিয়েছিল বলে মনে করা হচ্ছে। ‘
সাঁতরাগাছি গুলি চালনার ঘটনায় খড়গপুর থেকে ২ সুপারি কিলার-সহ গ্রেফতার ৩ pic.twitter.com/3bNKZYx102
— Bengal Fast (@bengal_fast) July 8, 2021
হাওড়ার সাঁতরাগাছির পাখিরালয়ের পাশে স্যানচ্যুয়ারি ভিউ অ্যাপার্টমেন্টে গত ২৫ জুন সকাল সাড়ে ৮টা নাগাদ রেলকর্মী সুনীলকুমার বেহেরার ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় কেউ হতাহত না হলেও প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গুলি চালনার খবর পেয়ে ওই দিন আসেন হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ প্রতীক্ষা ঝাকারিয়াও। এরপর তদন্তে নেমে সাঁতরাগাছি থানার পুলিশ ওই রেলকর্মীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখে এলাকার সিসিটিভি ফুটেজ। জানা যায়, বাইকে চেপেই এসেছিল অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী।
Comments are closed.