দু’বার বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানঘাঁটি! আটক ২ সন্দেহভাজন
নিজস্ব সংবাদদাতা : জম্মুতে বায়ুসেনার টেকনিক্যাল এলাকায় বিস্ফোরণ। পরপর দু’বার বিস্ফোরণে কেঁপে উঠল সাতওয়ারির বায়ুসেনা স্টেশন। জখম দুই। ঘটনার কথা জেনে সহকারী বায়ুসেনা প্রধান এইচএস অরোরার সঙ্গে ফোনে কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। আটক করা হয়েছে ২ সন্দেহভাজনকে। তাদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনায় জঙ্গিযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বম্ব স্কোয়াডের টিমও।
There was no damage to any equipment. Investigation is in progress along with civil agencies.
— Indian Air Force (@IAF_MCC) June 27, 2021
সূত্রের খবর, রাত ১ টা বেজে ৩৭ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। এর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে খোলা জায়গায়, রাত ১টা বেজে ৪২ মিনিটে। ড্রোন উড়িয়ে আরও একটি বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বায়ুসেনার উচ্চ-পর্যায়ের তদন্তকারী টিম। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটাতে ৪ কেজি ৭০০ গ্রাম মতো আইইডি ব্যবহার করা হয়েছে।
Comments are closed.