পাচারের সময় বনদফতরের হাতে ১৫টি কচ্ছপ আটক শিলিগুড়ির শারুগারায়
নিজস্ব সংবাদদাতা : বিহারের ভাগলপুর থেকে শিলিগুড়িতে পাচারের সময় উদ্ধার ১৫টি কচ্ছপ। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে শিলিগুড়ির মাটিগারায় একটি দূরপাল্লার এসি বাস থেকে কচ্ছপগুলিকে উদ্ধার করে বনদফতর। কচ্ছপগুলির মধ্যে তিনটি বড় আকারের এবং ১২টি ছোট আকারের। এই অভিযানে নেতৃত্ব দেন শিলিগুড়ির বৈকণ্ঠপুর বনবিভাগের শারুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।
শিলিগুড়ির মাটিগাড়ায় দূরপাল্লার এসি বাস থেকে ১৫টি কচ্ছপ উদ্ধার করল বনদফতর pic.twitter.com/PYbaxCxiHB
— Bengal Fast (@bengal_fast) July 21, 2021
বিহারের ভাগলপুর থেকে শিলিগুড়িতে কচ্ছপগুলিকে আনছিলেন পাচারকারী ভাবন সরকার নামে এক ব্যক্তি। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। একইসঙ্গে যে দূরপাল্লার এসি বাসে করে এই কচ্ছপগুলিকে আনা হচ্ছিল সেই বাসের মালিক ও চালকের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে শিলিগুড়ির বৈকণ্ঠপুর বনবিভাগ।
Comments are closed.