গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ল মাছবোঝাই লরি, একের পর এক মাছ নিয়ে পালাল গ্রামবাসীরা
নিজস্ব সংবাদদাতা : মাছবোঝাই লরির সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত এক, আহত এক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝুমুর এলাকায় জাতীয় সড়কের ঝুমুর ব্রিজে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে নদীতে পড়ে যায় অন্ধ্রপ্রদেশ থেকে আসা মাছবোঝাই লরিটি। জানা যায়, এদিন ভোর চারটে নাগাদ শিলিগুড়িগামী গ্যাসের ট্যাঙ্কার এবং ধূপগুড়িগামী মাছবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাছবোঝাই লরির চালকের এবং গুরুতর আহত হয় হেল্পারের। ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ট্রাফিক গার্ড এবং দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তা থেকে গ্যাস ট্যাঙ্কারটি সরিয়ে সকাল ৬টা নাগাদ যানচলাচল স্বাভাবিক করে পুলিশ।
— Bengal Fast (@bengal_fast) June 24, 2021
এদিকে ঝুমুর নদীতে মাছবোঝাই লরি পড়ে যাওয়ার খবর চাউর হতেই আশপাশের গ্রাম থেকে মানুষজন ছুটে আসে। নদী এবং রাস্তা থেকে মাছ তুলে নেওয়া হয় একেরে পর এক। কেউ ব্যাগ নিয়ে, কেউ আবার বস্তা নিয়ে মাছ তুলতে ব্যস্ত। পুলিশকে তোয়াক্কা না করে মাছ নিয়ে পালাচ্ছে মানুষজন। এমনকী অনেককেই দেখা গেল কোলে তুলে মাছ নিয়ে ছুটছেন বাড়ির দিকে।
দমকল কর্মীরা আহত একজনকে উদ্ধার করে। আহতকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। গ্যাস ট্যাঙ্কারটি খালি থাকায় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মত পুলিশ প্রশাসনের। ঠিক কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া বাকি মাছগুলোকে ধূপগুড়ির একটি মাছের আড়তে পাঠানো হয়েছে।
Comments are closed.