পূর্ব বর্ধমানের ভাতারে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের ভাতার থানার বাণেশ্বরপুর গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম লালচাঁদ মল্লিক।
শুক্রবার ভোররাতে বিকট শব্দে বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণে মাটির বাড়ি ভেঙে পড়ে। ঘটনাস্থলে হাজির হয় ভাতার থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল। গতকালই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জামরুল মল্লিক ও তার ছেলে লালচাঁদ মল্লিককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বাড়িতে মজুত থাকা বম্ব-এর ব্যাপারে জামরুল মল্লিক কিছুই জানতেন না। তার ছেলে লালচাঁদ মল্লিক অসৎ কাজের উদ্দেশে এই বোমা মজুত করেছিল।
জিজ্ঞাসাবাদের পর বাবা জামরুলকে পুলিশ ছেড়ে দেয় এবং ছেলে লালচাঁদ মল্লিকের গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত আছে তা জানার জন্য ও তদন্তের স্বার্থে ধৃত লালচাঁদ মল্লিককে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পাঠায় পুলিশ।
Comments are closed.