Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ আসছে হটস্টারে, বড় পর্দায় দেখার সুযোগ মিলল না করোনায়

দ্য ওয়াল ব্যুরো: ৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু লকডাউনের জেরে আরও অনেক ছবির মতোই থমকে গেছিল ছবিটির মুক্তি। এই ছবি মুক্তি পেলে হয়তো সবকিছুই অন্যরকম হতে পারত, এমনটাই মনে করছে বলিউড। কারণ ১৪ জুন অবসাদের জেরে নিজেকে শেষ করে দিয়েছেন এই ছবিরই নায়ক সুশান্ত সিং রাজপুত। মৃত্যু ১১ দিন পরেও যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা অব্যাহত। সেই ছবিই এবার মুক্তি পেতে চলেছে। তবে বড় পর্দায় নয়। ডিজিট্যাল প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ আগামী ২৪ জুলাই মুক্তি পাবে সুশান্তের শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’।

- Sponsored -

জন গ্রিনের লেখা, ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘দিল বেচারা’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। এতে সুশান্ত সিং রাজপুত ছাড়াও দেখা যাবে সঞ্জনা সঙ্ঘী, সইফ আলি খান, বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। স্বস্তিকা মুখোপাধ্যায় নিজে আজ টুইটও করেছেন ছবি মুক্তির কথা। ছবির মুক্তির কথা পোস্ট করেছে ডিজনি হটস্টারও। তাদের তরফে লেখা হয়েছে, ”এটি ভালবাসা, আশা ও অনন্ত স্মৃতির গল্প। সুশান্ত সিং রাজপুতের কথা আমাদের চিরকাল মনে থাকবে।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.