সংগ্রামপুর বিষমদ মামলায় আমৃত্যু কারাদণ্ড খোঁড়া বাদশার
নিজস্ব সংবাদদাতা : ২০১১ সালের সংগ্রামপুর বিষমদ মামলায় আমৃত্যু কারাদণ্ড হল মূল অভিযুক্ত নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার। সোমবার এই সাজা শুনিয়েছে আলিপুর আদালত। ২০১১ সালে মগরাহাট ও সংলগ্ন এলাকায় চোলাই মদ খেয়ে প্রাণ হারান ১৭২ জন। অনেকে বিকলাঙ্গ হয়ে যান, চোখের দৃষ্টি হারান। সেই ঘটনায় একটি মামলায় আগে থেকেই কারাবাস করছে খোঁড়া বাদশা। সংগ্রামপুর সংক্রান্ত মামলায় সোমবার খোঁড়া বাদশাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায় আদালত। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।
নিম্ন আদালতের এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানাবেন বলে জানিয়েছেন খোঁড়া বাদশার আইনজীবী রামপদ জানা। তিনি বলেছেন, সুবিচার পেতে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে।
Comments are closed.