মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫২৫৭, মারাঠা প্রদেশে মোট কোভিড পজিটিভ প্রায় ১ লক্ষ ৭০ হাজার
দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ফের ৫ হাজারের বেশি মানুষ করনায় আক্রান্ত হয়েছে। মারাঠা প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৭০ হাজার। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৫৭ জন। রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ১,৬৯,৮৮৩।
গত তিনদিনে মহারাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮১ জনের। মহারাষ্ট্রে এ যাবৎ করোনার সংক্রমণে মৃতের সংখ্যা মোট ৭৬১০। পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। বাকি ১০৩ জনের মৃত্যু হয়েছে তার আগে। মহারাষ্ট্রে এখন মৃত্যু হার ৪.৪৮ শতাংশ।
ভারতে করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা সর্বাধিক। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৮৮,৯৬০ জন। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৩,২৮৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫৮ জন। এই রাজ্যে এখন সুস্থতার হার ৫২.৩৭ শতাংশ।
মহারাষ্ট্রে নভেল করোনাভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মুম্বইতে। এরপরেই রয়েছে থানে। মহারাষ্ট্রের ক্রমবর্ধমান কোভিড পরিসংখ্যান দেখে উদ্ধব ঠাকরে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ৩১ জুলাই পর্যন্ত সেখানে লকডাউন চলবে।
Comments are closed.