Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাংলায় একদিনে সংক্রামিত ৪৭৫! করোনা নিয়ে মৃত্যু পেরোল ৬০০, সেরেও উঠেছেন ১০ হাজারের বেশি

দ্য ওয়াল ব্যুরো: ১২ জুন এ রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৪৭৬ জন করোনা রোগী। এ পর্যন্ত সে সংখ্যাটাই ছিল সবচেয়ে বেশি। আজ, বৃহস্পতিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে খোঁজ মিলেছে ৪৭৫ জন নতুন করোনা আক্রান্ত রোগীর। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার চেয়ে এক জন কম। পাশাপাশি এদিনের বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

সব মিলিয়ে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৪৮। মৃতের সংখ্যাও বেড়ে হল ৬০৬। যদিও এঁদের মধ্যে ৪৫০ জনের মৃত্যুর কারণ একমাত্র কোভিড নয়, অন্যান্য কোমর্বিডিটিও ছিল তাঁদের। পাশাপাশি জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সেরে উঠেছেন ৪৮৮ জন। ফলে মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৯০। এই মুহূর্তে রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে করোনার জীবাণু সক্রিয় আছে ৪৮৫২ জনের দেহে। রাজ্যের ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৬৫.১২ শতাংশ।

- Sponsored -

জেলাওয়াড়ি করোনা তথ্যে চোখ রাখলে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তদের মধ্যে ১৬৩ জনই কলকাতার। তার পরেই ১১৭ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। তার পরে হাওড়ায় ৪২ জন আক্রান্ত। উদ্বেগ বাড়িয়েছে দার্জিলিং, গত ২৪ ঘণ্টায় সেখানে খোঁজ মিলেছে ৩২ জন করোনা আক্রান্তের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.