Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেশে একদিনে কোভিড পজিটিভ ১৮ হাজারের বেশি, তবে সুস্থতার হার বাড়ছে, ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৩ হাজার

দ্য ওয়াল ব্যুরো: একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি কিছুটা হলেও কমল। লাগাতার কয়েকদিন ঘরে প্রতিদিনে প্রায় ২০ হাজারের কাছাকাছি সংক্রমণ ধরা পড়ছিল। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১৮ হাজার ৫২২। দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৬৬ হাজার ৮৪০ জনে।

গতকাল, সোমবার দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ৫ লাখ ৪৮ হাজারের কাছাকাছি। রেকর্ড ভেঙে গতকালই নতুন সংক্রমণ ২০ হাজারের কোঠায় পৌঁছেছিল। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৪১৮ জনের। দেশে এখন করোনা সংক্রমণের কারণে মৃতের মোট সংখ্যা ১৬ হাজার ৮৯৩।

- Sponsored -

কোভিড সংক্রামিত ও মৃতের সংখ্যার নিরিখে এখনও শীর্ষেই মহারাষ্ট্র। আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৮৮৩। মৃত্যু হয়েছে ৭ হাজার ৬১০ জনের। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের বেশিরভাগই মুম্বইতে। সেখানে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। আজকের হিসেবে রাজধানীতে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৮৫ হাজার পেরিয়েছে। তবে সংক্রমণ সারিয়ে সুস্থও হয়েছেন ৫৬ হাজারের বেশি রোগী। দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হতে চলেছে দিল্লিতেই। গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাট ও তামিলনাড়ুতেও কোভিড সংক্রমণ চিন্তার কারণ। গুজরাটে আক্রান্ত ৩১ হাজার ৯৩৮ এবং তামিলনাড়ুতে ৮৬ হাজার ২২৪। সংক্রমণের নিরিখে দিল্লিকেও ছাপিয়ে গেছে তামিলনাড়ু।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.