কৃষি বিলের প্রতিবাদ, এনডিএ ছাড়ল শিরোমণি অকালি দল
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
কৃষিবিল নিয়ে চরম ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। কেন্দ্রীয় সরকারের এই বিতর্কিত বিলটির প্রতিবাদ জানিয়ে এনডিএ ছাড়ল শিরোমণি অকালি দল। সংসদ চলাকালীনই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন শিরোমণি আকালি দলের সাংসদ হরসিমরত কাউর বাদল। যদিও কংগ্রেসের তরফে তাতে গুরুত্ব না দিয়ে শিরোমণি অকালি সাংসদকে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার দাবি তোলা হয়েছিল।
কৃষি বিল নিয়ে সবচেয়ে বেশি বিক্ষোভ প্রতিবাদ হয়েছে পঞ্জাব এবং হরিয়ানায়। সেখানকার কৃষকদের রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা গেছে। এর আগে দলের নেতা সুখবীর সিং বাদল রাষ্ট্রপতিকে আবেদন জানান কৃষকদের পাশে দাঁড়িয়ে এই বিলে তিনি যেন স্বাক্ষর না করেন। কৃষি বিল নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে শনিবার বৈঠকে বসে শিরোমণি অকালি দলের কোর কমিটি। বৈঠকের পর দলের সভাপতি সুখবীর সিং বাদল এনডিএ ছাড়ার ঘোষণা করেন।
এদিন তিন ঘণ্টা বৈঠকের পর তিনি জানান, “অকালি দল সর্বতোভাবে পঞ্জাব, পঞ্জাবি, শিখ এবং বিশেষ করে কৃষকদের স্বার্থ রক্ষা করবে। একইসঙ্গে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে।” তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের আনা কৃষি বিল ইতিমধ্যেই চাপে পড়া কৃষকদের পক্ষে আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে।” ইতিমধ্যেই পঞ্জাবের কৃষকদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। সেখানে রেল অবরোধের ডাক দেওয়ায় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রেল চলাচল স্থগিত করা হয়েছে। অমৃতসর-দিল্লি রেলপথে খালি গায়ে বিক্ষোভ করতেও দেখা গেছে পঞ্জাবের কৃষকদের। এমনকী রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা গেছে তাঁদের। ন্যূনতম বিক্রয় মূল্য নিয়ে কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান স্পষ্ট না করায় এবং কৃষকদের জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার রাস্তা করে দেওয়ার অভিযোগ তুলে এনডিএ ছাড়ল বিজেপির সবচেয়ে পুরনো জোটসঙ্গী।
Comments are closed.