কার্তিক-বসন্ত, বাংলা গানের একমাত্র পুরুষ গায়ক জুটি! বসন্ত কুমারের প্রয়াণে শেষ হল ইতিহাসের এক অধ্যায়

দু’জন পুরুষ গায়কের জুটি– বাংলা গানের ইতিহাসে তেমন একটা খুঁজে পাওয়া যায়না। অথচ এমনই জুটি একসময় সুপারহিট ছিল খোদ বাংলায়। তাও আবার দুই ভাইয়ের জুটি! ষাট-সত্তর দশকের কলকাতার জলসাগুলি দুই ভাইয়ের জুটির গান ছাড়া সম্পূর্ণই হতো না। তাঁদের নাম, কার্তিক কুমার ও বসন্ত কুমার।
লক্ষীকান্ত প্যায়ারেলাল, যতীন ললিত সুরকার জুটি অবশ্য বম্বেতে আছে। কিন্তু গায়ক হিসেবে পুরুষ জুটি একেবারেই বিরল। কিন্তু এই বসন্ত-কার্তিকের নাম অনেকেই মনে করতে পারবেন। হয়তো নব্বই দশকে বা তার পরবর্তী সময়ে যাঁদের ছেলেবেলা কেটেছে তাঁরা এঁদের চিনবেন না, কিন্তু আর একটু পুরনো দিনের মানুষদের কাছে এই কার্তিক-বসন্ত জুটি খুব চেনা নাম।
এই জুটির কার্তিক কুমার আগেই প্রয়াত হয়েছিলেন ১৯৯৯ সালে। সেদিনই ভেঙে গেছিল এই জুটি। এবছর ২৬ জন বসন্তকুমারও চলে গেলেন চিরঘুমের দেশে। এই দুই ভাই যেন একটা ইতিহাস বাংলা গানের জগতে। যদিও এঁদের নিয়ে কোনও উইকিপিডিয়া খুঁজে পাওয়া যায় না। খুব কম তথ্যই রয়েছে গুগলেও।
Comments are closed.