এক্সক্লুসিভ: সত্যজিৎ রায়ের সপ্তম সহকারী থেকে ডান হাত হয়ে ওঠেন টিনু আনন্দ, মাঝে নাকি ২০০ উটের সারি

চিত্রনাট্যকার,পরিচালক,অভিনেতা, কমেডিয়ান– অনেকগুলো ভূমিকা তাঁর। কিন্তু অনেকেই জানেন না, তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা চলচ্চিত্রের ঈশ্বরের হাত ধরে। সত্যজিৎ রায়ের ছবিতে সহকারী পরিচালক রূপে প্রথম কাজ শুরু করেন তিনি। তিনি টিনু আনন্দ।
গুপী গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ এবং অশনি সংকেত ছবিতে সত্যজিতের সঙ্গে কাজ করেছেন টিনু। এর পরে পথ চলা একক পরিচালক রূপে। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে নিয়ে চারটি ছবি পরিচালনা করেছেন তিনি। ‘কালিয়া’, ‘শাহেনশা’, ‘ম্যায় আজাদ হু’, ‘মেজর সাব’। নিজেও অভিনেতা হিসেবে করেছেন অসংখ্য ছবি। দ্য নক্সালাইটস, কথা, কৌন জিতা কৌন হারা, দয়াবান, চমৎকার, দামিনী, দালাল, লাগা চুনরি মে দাগ, গজনি-র মতো অজস্র ছবি।
কিন্তু পরিচালক হিসেবে তাঁর যাত্রা শুরুর পথটা শুধু অনন্য নয়, অনবদ্য সব অভিজ্ঞতায় ভরপুর। সেই সবটাই দ্য ওয়ালের একান্ত আড্ডায় ভাগ করে নিয়েছেন টিনু আনন্দ।
Comments are closed.