Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনা রুখতে কেরলের দু’টি জেলায় ‘ট্রিপল লকডাউন’

দ্য ওয়াল ব্যুরো : প্রথমে কাসারগড় জেলা। তারপরে মালাপ্পুরম। কোভিড ১৯ ভাইরাস ঠেকাতে দু’টি জেলায় ‘ট্রিপল লকডাউন’ জারি করল কেরল সরকার। এর অর্থ অত্যন্ত কঠোরভাবে ওই দুই জেলায় লকডাউন কার্যকর করা হচ্ছে। গত কয়েকদিনের মধ্যে মালাপ্পুরম জেলায় অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন দু’জন ডাক্তার, দু’জন নার্স ও দুই প্যারামেডিক্যাল কর্মী। তাঁরা হলেন উপসর্গহীন রোগী।

কেরলে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য যাঁরা কোভিডের সঙ্গে লড়াই করছেন, তাঁদের র‍্যানডম টেস্টিং করা হচ্ছে। তাতেই ওই ছ’জনের করোনা ধরা পড়ে। গত শনিবার মালাপ্পুরম জেলায় ৪৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। তাঁদের মধ্যে ১০ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। গত ২৪ জুন তামিলনাড়ুর এক ব্যক্তি কেরলের মানজেরি মেডিক্যাল কলেজে মারা গিয়েছিলেন। সোমবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তাঁরও করোনা টেস্টে পজিটিভ এসেছিল।

- Sponsored -

মালাপ্পুরমের ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার কে সাক্সেনা বলেন, “যে হাসপাতালে এক ডাক্তার করোনা পজিটিভ হয়েছেন, সেখানে ১৫ টি শিশু ভর্তি ছিল। তাদের সোয়াব টেস্ট হয়েছে। আমরা জানতে পেরেছি, করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে এসেছিলেন ১০ হাজার মানুষ। তাঁদের ডবল কোয়ারান্টাইন পিরিয়ড বাড়িতে থাকতে হবে।”

মুখ্যমন্ত্রী বলেছেন, “মালাপ্পুরমের পোন্নানি তালুকে সোমবার বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে ট্রিপল লকডাউন। ৬ জুলাই মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে।” একইসঙ্গে তিনি জানান, এডাপ্পাল ও পোন্নানি অঞ্চলে অনেকের করোনা পরীক্ষা করা হবে। কোঝিকোড়, মানজেরি ও ত্রিচুর মেডিক্যাল কলেজ থেকে সেখানে ডাক্তারদের টিম পাঠানো হয়েছে। ইতিমধ্যে ওই দুই অঞ্চলে অনেকে অতিমহামারীতে আক্রান্ত হয়েছেন। যাদের জ্বর বা শ্বাসকষ্ট আছে, তাদের সকলকেই আমরা পরীক্ষা করব। তাছাড়া স্বাস্থ্যকর্মী, হাসপাতালের কর্মী, ব্যাঙ্কের কর্মী, পরিবহণ কর্মী ও অটোচালকদের শরীরে রোগের লক্ষণ না থাকলেও পরীক্ষা করা হবে।

যেখানে

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.