মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ২০০ টাকা জরিমানা করতে শুরু করল মাথাভাঙা পুরসভা
দ্য ওয়াল ব্যুরো: মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ২০০ টাকা করে জরিমানা গুণতে হবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক শত প্রচার সত্ত্বেও যখন লোকে তা মানছে না তখন শাস্তির দাওয়াই দেওয়া শুরু করল কোচবিহারের মাথাভাঙা পুরসভা।
লকডাউন ধাপে ধাপে উঠতে শুরু করতেই লোকজন রাস্তায় নেমে পড়েছেন। হাত ধোয়া বা স্যানিটাইজ করা দূরে থাক অনেকে মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। সরকারের তরফে তো বটেই, স্থানীয় ভাবে প্রচার করা সত্ত্বেও লোকে থোড়াই কেয়ার মনোভাব দেখাচ্ছে। অনেকেরই এখনও হুঁশ ফেরনি। উত্তরবঙ্গের মাথাভাঙাতেও এই রকম এক অসচেতনতার ছবি দেখা যাচ্ছে নিয়মিত ভাবে। মঙ্গলবার সকালও ব্যতিক্রম ছিল না। প্রশাসনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাথাভাঙায় লোকজনকে দরকারে ও অদরকারে বাজারে, দোকানে এবং শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেল মুখে মাস্ক না পরে। রাজ্যে যখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে তখন মাথাভাঙা পুরসভার পক্ষ থেকে বিনা মাস্কে বের হওয়া কেয়ক জন লোককে ২০০ টাকা করে জরিমানা করল পুরসভা। পাশাপাশি তাদের একটি করে মাস্কও দেওয়া হল।
পুরসভার এই কড়া মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন মাথাভাঙার সচেতন মানুষজন। এদিনের অভিযান প্রসঙ্গে মাথাভাঙা পুরসভার প্রশাসক লক্ষপতি প্রামাণিক বলেন, “করোনা নিয়ে এত করে প্রচার করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছেন না। তাই আজ মানুষকে সজাগ করার জন্য মাস্ক-বিহীন লোকজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের একটি করে মাস্কও দেওয়া হয়।” তিনি জানান, মানুষকে সচেতন করার এই অভিযান জারি থাকবে যত দিন পর্যন্ত করোনা নির্মূল না হচ্ছে।
Comments are closed.