Bangladesh Army chief puts Yunus on notice: বাংলাদেশে প্যাঁচে ইউনুস, বার্তা দিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশে ইউনুস সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সায়নী মণ্ডল: বাংলাদেশে ইউনুস সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল। পাশাপাশি বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও বলেন, সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনুস সরকার। একইসঙ্গে রাখাইন করিডরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে সেনাবাহিনীকে জানানো হয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান। স্পষ্টভাবে সেনাপ্রধান জানান, রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে।
সেনাপ্রধান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।
Bangladesh Army chief puts Yunus on notice
Comments are closed.