Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

YouTuber Jyoti Malhotra case: বিলাসবহুল জীবনযাপন, জ্যোতিকে টাকা দিত কি আইএসআই? 

দেশ-বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকতেন। এমনকী বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করতেন জ্যোতি। কিন্তু প্রশ্ন হল, এত টাকা কীভাবে তাঁর কাছে আসত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কি এই ফান্ডিং করত জ্যোতিকে?

তিথি দাস: পাকিস্তানে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ‍্যোতি মালহোত্রার সম্পর্কে প্রকাশ‍্যে আসছে একের পর এক চাঞ্চল‍্যকর তথ‍্য। তাঁর দেশদ্রোহী কর্মকাণ্ডের তথ্য ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে। ২০২৩ সালে ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র আলাপ। সেই থেকেই পাকিস্তানের চরগিরি শুরু।

সুন্দরী এই গুপ্তচরকে গ্রেপ্তারের পর তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, একদিকে যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলছে সেই সময় ভারতের একের পর এক গোপন তথ্য পাকিস্তানে পাচার করছিলেন তিনি।

- Sponsored -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশ-বিদেশ ঘুরে, সেখানে তোলা সমস্ত ভিডিয়ো ক্লাউড স্টোরেজে সেভ করে রাখতেন জ্যোতি। সেই ক্লাউড স্টোরেজ ঘেঁটেই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। জানা যাচ্ছে, দেশ-বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকতেন। এমনকী বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করতেন জ্যোতি। কিন্তু প্রশ্ন হল, এত টাকা কীভাবে তাঁর কাছে আসত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কি এই ফান্ডিং করত জ্যোতিকে? জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

YouTuber Jyoti Malhotra case

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply