Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Haryana-based YouTuber arrested: পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকড়াও ভারতীয় মহিলা ইউটিউবার

পাকিস্তানিদের কাছে দেশের গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে হরিয়ানার এক ইউটিউবারকে গ্রেফতার করা হল।

সুনন্দিতা ব্যানার্জি মণ্ডল: পাকিস্তানিদের কাছে দেশের গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে হরিয়ানার এক ইউটিউবারকে গ্রেফতার করা হল। এই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। হরিয়ানা পুলিশ মোট ৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। সকলের বিরুদ্ধেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোেগ রয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা পাকিস্তানের চর হিসেবে কাজ করত, গোপন তথ্য পাচারের বিনিময়ে সীমান্তের ওপার থেকে পেত মোটা টাকা।

গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রা মূলত ট্র্যাভেল ব্লগার। ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান জ্যোতি।

- Sponsored -

জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তান সফরের সময় জ্যোতি ইসলামাবাদ হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে দানিশ তাঁকে একাধিক পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদান চলত বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তিনি গোপন সামরিক তথ্য পাঠানোর পাশাপাশি পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করতেন।

জ্যোতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারা এবং ১৯২৩ সালের সরকারি গোপনীয়তা আইনের ৩, ৪ ও ৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply