Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Centre issues NOTAM: আন্দামানের আকাশে নিষেধাজ্ঞা 

২৩ ও ২৪ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য নোটাম জারি করা হয়েছে। সূত্রের খবর, এই দু'দিন আন্দামানে ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করা হবে।

মৈত্রী কর : ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার আবহে, এবং ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী সময়ে এই নোটাম জারি আন্দামানের আকাশে। দু’দিন আন্দামানের আকাশে কোনও বিমান উড়বে না।

- Sponsored -

জানা গেছে, ২৩ ও ২৪ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্য নোটাম জারি করা হয়েছে। সূত্রের খবর, এই দু’দিন আন্দামানে ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করা হবে। সেকারণেই সরকারের তরফে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। শত্রুর হামলার কড়া জবাব দিতেই এই সুপারসনিক মিসাইলের মহড়া দিতে চলেছে ভারতীয় সেনা। NOTAM বা Notice to Airmen এমন একটি নির্দেশিকা, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য একটি অঞ্চলকে ‘নো-ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়। সাধারণত সামরিক মহড়া, মিসাইল পরীক্ষা বা অন্য কোনও উচ্চ-স্তরের নিরাপত্তা কারণে এই ব্যবস্থা নেওয়া হয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply