Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

India hits ballistic missile at Pakistan: মিস্টার প্রাইম মিনিস্টার ভারত ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে, শাহবাজকে ফোন মুনিরের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, '৯-১০ মে রাত আনুমানিক ২.৩০ মিনিটে সেনাপ্রধান আসিম মুনির আমাকে ফোন করে বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে।এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নুর খান বিমানঘাঁটিতে পড়েছে, এবং আরও কিছু ক্ষেপণাস্ত্র অন্যান্য সামরিক এলাকায় পড়েছে।'

সায়নী মণ্ডল: ‘‌অপারেশন সিঁদুর’‌-এ ভারতের জবাবে পাকিস্তান যে কেঁপে গিয়েছিল তা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত ৬ এবং ৭ মে-র মধ্যবর্তী রাতে পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। সেই রাতেই আড়াইটে নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির।

শুক্রবার ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘৯-১০ মে রাত আনুমানিক ২.৩০ মিনিটে সেনাপ্রধান আসিম মুনির আমাকে ফোন করে বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে।এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নুর খান বিমানঘাঁটিতে পড়েছে, এবং আরও কিছু ক্ষেপণাস্ত্র অন্যান্য সামরিক এলাকায় পড়েছে।’

- Sponsored -

 

পাক প্রধানমন্ত্রীর এই উদ্বেগের কথা আবার শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, ‘‌পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজে স্বীকার করছেন যে জেনারেল আসিম মুনির রাত আড়াইটের সময় ওনাকে ফোন করে জানিয়েছিলেন ভারত নুর খান এয়ারবেস ও অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে। এটা বুঝুন, প্রধানমন্ত্রীকে মাঝ রাতে ঘুম থেকে ওঠানো হয়েছিল পাকিস্তানে এয়ার স্ট্রাইকের খবরে। এতেই অপারেশন সিঁদুরের প্রভাব বোঝাচ্ছে।’‌

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply