Suvendu On SSC Recruitment Scam : চাকরিহারাদের অবস্থান মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা
চাকরিহারা শিক্ষকদের গণকনভেনশনে শুক্রবার যোগ দেন শুভেন্দু অধিকারী। আশ্বাস দিলেন, ৯ জুন এই ইস্যুতে বিধানসভা অচল করবেন তাঁরা।

সপ্তর্ষি মণ্ডল: চাকরি ফেরত চেয়ে রাস্তায় নেমে শাসক দল, পুলিশের হাতে মার খেয়ে রক্তাক্ত শিক্ষকরা। তবু আন্দোলনে অনড়। রাত কাটল খোলা আকাশের নীচে। বিকাশ ভবনের বাইরে চলছে অবস্থান। এবার চাকরিহারাদের মাঝে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চাকরিহারা শিক্ষকদের গণকনভেনশনে শুক্রবার সন্ধে ৭টার কিছু পরে যোগ দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপি নেতা কৌস্তভ বাগচী, সজল ঘোষ, বামনেতা শতরূপ ঘোষ, সমাজকর্মী মীরাতুন নাহার, চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, বিপ্লব চন্দ্র-সহ একাধিক বিশিষ্টজনেরা গণকনভেনশনে যোগ দিয়ে চাকরিহারা শিক্ষকদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।
বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে দেখা করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দিলেন, ৯ জুন এই ইস্যুতে বিধানসভা অচল করবেন তাঁরা। শুভেন্দু বলেন, “৯ জুন বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের দাবি যুক্তিসঙ্গত। আপনারা জিতবেন। যা যা সহযোগিতা চান, আমরা করব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়ব।”