নিউটাউনে ‘পাড়া কালচার’ গড়ে তোলার ডাক, প্রতিবাদের স্বর আবাসিকদের
নিজস্ব সংবাদদাতা: নিউটাউনে মহিলাকে ইভটিজিংয়ের প্রতিবাদে শনিবার বাসিন্দারা মিলে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। নিউটাউনের বিসি, বিএফ, বিডি-সহ বিভিন্ন ব্লকের বাসিন্দারা উপস্থিত হয়েছিলেন এই প্রতিবাদ সভায়। প্রত্যেকেই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এদিন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ঘটনা আর না ঘটে, তার জন্য ‘পাড়া কালচার’ গড়ে তোলার ওপর জোর দেন।
গত বেশ কয়েক বছর ধরেই হার ছিনতাই, ইভটিজিংয়ের মতো ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে নিউ টাউন এলাকায়। আগামী দিনে যাতে না হয় এবং মহিলাদের শ্লীলতাহানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলে এই দিনের বৈঠকে অঙ্গীকার করেন আবাসিকরা।
এই-ব্লকের বাসিন্দা দেবমাল্য সোম বলেন, ‘উত্তর কলকাতার মতো পাড়া কালচার গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আরও ঘটবে। তাই সম্মিলিতভাবে সব বাসিন্দাকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।’
বিএফ-ব্লকের বাসিন্দা সপ্তর্ষি দেব বলেন, ‘নিউটাউনের বাসিন্দারা সবথেকে বেশি কর প্রদান করেন। সাড়ে ১১ হাজার ভোটার এবং লক্ষাধিক মানুষের বসবাস এখানে। আর তাঁদের জন্য রয়েছে তিনটে থানা। অথচ এখানে হার ছিনতাই, ইভটিজিং-সহ নানা ধরনের অপরাধমূলক কাজ বেড়ে চলেছে। সাপুরজির মতো দুর্ধর্ষ ঘটনাও এখানে ঘটেছে। ভবিষ্যতে তাই নিউটাউন যাতে দুর্নীতির আখড়া হয়ে না ওঠে তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
পরিশেষে বিসি ব্লকের সম্পাদক সৌম্যদীপ মাইতি আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা তুলে ধরেন এদিনের সভায়। পরে গণস্বাক্ষরের মাধ্যমে নিরাপত্তার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদের সচিবকেও চিঠি দেন আবাসিকরা।
Comments are closed.