লোকালয়ের মাঠে ঢুকে পড়ল কুমির! পাথরপ্রতিমায় আতঙ্কিত গ্রামবাসীরা

মানালি মণ্ডল
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকা। সুন্দরবনের একাধিক এলাকায় জলমগ্ন অতি ভারী বৃষ্টি ও পূর্ণিমার কটালের জেরে জলস্তর বেড়েছে নদী ও সমুদ্রে। মঙ্গলবার আচমকা পাথরপ্রতিমার জগদ্দল নদী থেকে লোকালয়ের মাঠে ঢুকে পড়ে একটি কুমির। ধান চাষের জমি দেখতে গিয়েই কুমিরের ওপর নজর পড়ে গ্রামবাসীদের। পাথরপ্রতিমার রাখালপুর আড্ডির বাজারের কাছে জলমগ্ন মাঠে কুমিরটিকে ভাসতে দেখেন গ্রামবাসীরা। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
পাথর প্রতিমায় জগদ্দল নদী থেকে লোকালয়ে ঢুকে পড়ল কুমির pic.twitter.com/DgoU0AHUiR
— Bengal Fast (@bengal_fast) September 23, 2021
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের জেরে এক টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ার কারণে প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের কুমিরটি লোকালয়ের মাঠে ঢুকে পড়েছে। গ্রামবাসীরা কুমির দেখে খবর দেয় বনদফরের রামগঙ্গা রেঞ্জ অফিসে। ইতিমধ্যে বনকর্মীরা কুমিরটিকে লোকালয় থেকে নদীতে ফেরানোর ব্যবস্থা করছে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কিছু জেলায়। সোমবারের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। মৌসুমী অক্ষরেখা গয়া থেকে কলকাতার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বৃষ্টি চলবে।
Comments are closed.