‘দিদির ভালোবাসায় আপ্লুত’, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বললেন বাবুল
নিজস্ব সংবাদদাতা : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় রীতিমতো আপ্লুত হয়ে যান আসানসোলের সাংসদ। মুখ্যমন্ত্রীর দফতরে এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন।
এদিন নিজেই গাড়ি চালিয়ে সোমবার দুপুরে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে নবান্নে আসেন বাবুল সুপ্রিয়। প্রায় আধ ঘণ্টা পর নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল বলেন, ‘অন্য এক জায়গা থেকে আসার পর এতটা ভালোবাসা পেলে খুব ভালো লাগে। আমার উপর মমতাদি, অভিষেক এতটা ভরসা রাখছে দেখে খুব ভালো লেগেছে।’ এছাড়াও সাংবাদিকদের বাবুল বলেছেন, ‘বুধবার স্পিকারের কাছে সময় চেয়েছি, এমপি পদ থেকে ইস্তফা দেব’।
Comments are closed.