কয়লাকাণ্ডে ইডির নোটিশ অভিষেক-রুজিরাকে

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই নোটিশ পাঠানো হল তৃণমূলের যুবনেতাকে। কয়লা পাচারকাণ্ডে অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও ডেকে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, আগামী ১ সেপ্টেম্বর হাজিরার জন্য ডাকা হয়েছে রুজিরাকে। আর অভিষেককে ডেকে পাঠানো হয়েছে ৬ সেপ্টেম্বর।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, একইসঙ্গে ডেকে পাঠানো হয়েছে তিন আইপিএস অফিসারকেও। আগামী ৮, ৯, ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং এবং শ্যাম সিংকে।
Comments are closed.