প্যারালিম্পিক্সে আফগান পতাকা, শান্তির বার্তা দিতেই অভিনব পদক্ষেপ

সাম্যজিৎ ঘোষ
টোকিওতে প্যারালিম্পিক গেমসে অংশ না নিতে পারলেও উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিল্তানের পতাকা বহন করা হল। আফগান অ্যাথলিটরা না থাকায় পতাকা বহন করলেন অলিম্পিকে রাষ্ট্রসংঘের শরণার্থী দলের প্রতিনিধি।
প্যারালিম্পিক কমিটি জনিয়েছে, আফগানিস্তানে তালিবান শাসন শুরু হয়ে গেলেও সে দেশের অ্যাথলিট ও নাগরিকদের পাশে থাকা এবং শান্তির বার্তা দিতেই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।
তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর প্যারালিম্পিক গেমস থেকে বাদ পড়ে আফগানিস্তান। এর আগে ২০০০ সালের গেমসেও আফগানিস্তান বাদ যায় তালিবান শাসনে মহিলাদের ওপর তালিবানি অত্যাচারের জন্য। মঙ্গলবার থেকে টোকিওতে শুরু হয়েছে প্যারালিম্পিক্স। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
Comments are closed.