মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রাণে
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রাণের মন্তব্যে উত্তাল মহারাষ্ট্র। ‘মুখ্যমন্ত্রীকে চড় মারা উচিত’ বলে মন্তব্য করেন রাণে। যার জেরেই উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র। রত্নগিরি আদালতের নির্দেশে ইতিমধ্যেই নারায়ণ রাণেকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।
মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য কেন্দ্রীয়মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন শিবসেনা কর্মীরা। পাশাপাশি পাল্টা বিজেপি কর্মীরাও উপস্থিত হন রাণের বাড়ির সামনে। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় রাণের বাড়ির সামনে। এরই মধ্যে দফায় দফায় বিজেপি-শিবসেনা দু-পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। দিকে দিকে শুরু হয় অশান্তি। রাস্তায় টায়ার জ্বালিয়ে, রাণের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন যুব সেনার কর্মীরা।
নারায়ণ রাণের বিরুদ্ধে ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা রুজু করা হলে রত্নগিরি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর রাণেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পাণ্ডে। নির্দেশ পেয়ে নাসিক পুলিশের একটি টিম কনকড় জেলার চিপলুনে রাণেকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, সোমবার বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’য় রাণে মন্তব্য করেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বাধীনতার কত বছর পূর্তি হল জানেন না। আমি যদি স্বাধীনতা দিবস উদযাপনের দিন সেখানে থাকতাম উদ্ধবকে চড় মারতাম’। রাণের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে। এদিকে রাণে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মন্তব্য করেছেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।
Comments are closed.