Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পিছু হটল তালিবানরা, আফগানিস্তানের বাগলান প্রদেশের তিন জেলা দখলমুক্ত

নিজস্ব সংবাদদাতা : তালিবানমুক্ত হল আফগানিস্তানের বাগলান প্রদেশের তিনটি জেলা। পঞ্জশির, পারওয়ানের পরে এবার বাগলান প্রদেশের দখল নিল বিরোধী জোট। শুক্রবার উত্তর-মধ্য আফগানিস্তানের তিনটি জেলা তালিবানের দখলমুক্ত করল আফগানিস্তানের বর্তমান কেয়ারটেকার প্রেসিডেন্ট আমরুল্লা সালেহর অনুগত বাহিনী।

- Sponsored -

সূত্রের খবর, তীব্র লড়াইয়ের পর শুক্রবার পঞ্জশির লাগোয়া বাগলান প্রদেশের বানু, পুল-ই-হিসার এবং দে-সালাহ‌ জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। বিরোধীদের সঙ্গে তীব্র সংঘর্ঘে নিহত হয়েছে ১৫জন তালিবান। আহত অনেকে। ১৫ অগস্ট কাবুলের পতনের পর সালেহ জানিয়েছিলেন, তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে।

ইতিমধ্যেই সালেহর সঙ্গে পঞ্জশির প্রদেশের প্রভাবশালী তাজিক নেতা আহমেদ মাসুদ হাত মিলিয়েছেন। পঞ্জশির এলাকায় মাসুদের অনুগত যোদ্ধার সংখ্যা প্রায় ১০ হাজার। সব মিলিয়ে আফগানিস্তান দখলের পর প্রথমবার বড় প্রতিরোধের সামনে পড়তে চলেছে তালিবানবাহিনী।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.