রুদ্ধদ্বারে ফিরছে আফগানিস্তান! হিজাব ছাড়া রেহাই নেই মহিলা বিদেশি সাংবাদিকদেরও
সাম্যজিৎ ঘোষ
রুদ্ধদ্বারে ফিরছে আফগানিস্তান। ইতিমধ্যেই সংবাদমাধ্যমের ওপর তালিবানি নিষেধাজ্ঞা নেমে এসেছে। বিদেশি সাংবাদিকদেরও রেহাই হচ্ছে না তালিবানি শাসনে। আমেরিকার একটি জনপ্রিয় টিভি চ্যানেলের মহিলা সাংবাদিক ক্লরিসা ওয়ার্ড আফগানিস্তানে তালিবান দখল নেওয়ার পরই ভয়ে হিজাব পরে নেন। অথচ এর আগে তিনি পরেননি।
ওই সাংবাদিকের ছবি ভাইরাল হতেই শোরগোল গোটা বিশ্বে। এই ছবি থেকে পরিষ্কার তালিবানের শাসনের ভয়ে আগে থেকেই সতর্ক সাংবাদিকরা। বিশেষ করে বিদেশি সাংবাদিকরা। আফগানিস্তানের মহিলা সাংবাদিকরা ইতিমধ্যেই চাকরি হারাচ্ছেন । তালিবানি ফতোয়া না মানলে কড়া শাস্তি পাওয়ার ভয় অনেক মহিলা সাংবাদিকই কাজে যেতে পারছেন না। হিজাব পরেও মহিলা সাংবাদিক কাজে যেতে পারবেননা এমনই ফতোয়া। তবে বিদেশিরা ফতোয়া মানলে এখনও পর্যন্ত ছাড় পেযেছেন। কিন্তু তা কতদিনের জন্য তাই এখন দেখার।
Comments are closed.