ফিঙ্গার প্রিন্ট নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ, মালদায় নাম জড়াল তিন যুব তৃণমূল নেতার
নিজস্ব সংবাদদাতা : এক আদিবাসী বৃদ্ধা মহিলাকে গলা টিপে মারধর করে জোরপূর্বক ফিঙ্গার প্রিন্ট নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ তিন যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। যদিও জেলা তৃণমূল সম্পাদক বুলবুল খান জানিয়েছেন, অভিযুক্তরা কেউই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নন। আদিবাসী ওই মহিলার সঙ্গে যা করা হল তা মেনে নেওয়া যায় না। পুলিশকে বলা হয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে।
জানা যায়, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাইশা গ্রামের বাসিন্দা সাবিত্রী ওঁরাও পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই তাঁর কাছে হাজির হন এলাকার তিন তৃণমূল নেতা নারায়ণ কর্মকার, সোনু ভাস্কর ও রফিক আলম। অভিযোগ, তারা হুমকির সুরে জানায় তাদের প্রচেষ্টায় এই টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। তাই প্রতি কিস্তিতে তাদের কিছু ভাগ দিতে হবে। দুদিন পর তাঁকে ঘরে একা পেয়ে জোর করে রফিক আলমের বাড়ি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এরপর তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা তুলে নেয় বলে জানান ওই বৃদ্ধা। অবশেষে পদক্ষেপ করেছে জেলা শীর্ষ নেতৃত্ব। ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Comments are closed.