Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘দেশের ছোট ছোট কৃষকরা দেশকে গর্বিত করেছে’, লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নয়াদিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের ভাষণে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উপর জোর দিয়ে বলেন, ‘৭৫ হাজার স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তৈরি করা হচ্ছে অক্সিজেন প্ল্যান্টও।’ লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ডাক্তারি পড়াশোনায় ওবিসিদের সংরক্ষণ করা হয়েছে। দেশের ছোট ছোট কৃষকরা দেশকে গর্বিত করেছে। আগে কখনও দেশে কৃষিনীতি ছিল না। বর্তমান সরকার কৃষকদের উন্নতিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কৃষকদের উন্নতিকল্পেই নতুন কৃষিনীতি।’

- Sponsored -

প্রধানমন্ত্রী বলেন, ‘অনাবশ্যক আইনগুলি থেকে মুক্তি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। লক্ষ্য রাখতে হবে মানুষের উন্নয়নে নিয়ম যেন বেড়াজাল হয়ে না দাঁড়ায়।’ পাশাপাশি গোটা দেশে মেয়েদেরও সেনা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেখানে তাঁরা তাঁদের উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারবেন বলে জানালেন প্রধানমন্ত্রী।

উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের রাজধানীগুলিকে রেলপথের মাধ্যমে সংযুক্ত করার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তাঁর সরকার। লালকেল্লার ভাষণ থেকে বললেন প্রধানমন্ত্রী। এছাড়াও দেশকে আত্মনির্ভর হতে মেক-ইন ইন্ডিয়া সহায়তা করছে। করোনা পরিস্থিতিতে দেশে হাজার হাজার স্টার্ট আপ তৈরি হয়েছে। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে সরকার সমস্ত রকমভাবে সাহায্য করছে। গ্রামীণ অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে ভারতকে সর্বশক্তি একত্রিত করে নিয়োজিত করতে হবে। সমবায়ে মানুষের ঐক্যবদ্ধ উদ্যম অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.