বেহাল রাস্তা! সাতসকালে চালভর্তি লরি উল্টে গেল জাতীয় সড়কে

অনুপ রায়
সাতসকালে ৬ নম্বর জাতীয় সড়কে পশ্চিমবঙ্গ সরকারের চালভর্তি লরি উল্টে বিপত্তি হাওড়ায়। অতিবৃষ্টিতে রাজ্যের নানান জায়গায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। নানান দিকে খানাখন্দে ভরে গেছে। এদিন ৬ নম্বর জাতীয় সড়কে হাওড়ায় জয়পুর বিলের কাছে জমে থাকা জলের নীচে গর্তে পড়ে উল্টে যায় চালভর্তি লরিটি। বর্ধমান থেকে বিষ্ণুপুরের দিকে চাল নিয়ে যাচ্ছিল সরকারি এই লরিটি।
ঘটনায় লরি চালক সুস্থ থাকলেও খালাসি গুরুতর চোট পান। তাঁকে স্থানীয় কোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া ট্রাফিক বিভাগের পুলিশ। লরিটি উল্টে যাওয়ার ফলে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পরে পুলিশি তৎপরতায় যানজট মুক্ত হয় জাতীয় সড়কে।
Comments are closed.