‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে কেন্দ্রকে তোপ, বার বার বলেও মিলছে না অনুমোদন : মমতা
নিজস্ব সংবাদদাতা : বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে বার বার বলা হচ্ছে। বার বার কেন্দ্রকে বলেছি। কিন্তু তার পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। পরিকল্পনা করেও কাজ হচ্ছে না। এ রকম হলে বার বার বন্যা হবে। কেন্দ্রের কাছে আবার মাস্টার প্ল্যানের দাবি জানাব। কলকাতায় ফিরে দ্রুত রিপোর্ট বানাব।’
এদিন ঝাড়গ্রাম থেকে ঘাটালে আসার পথে আকাশপথে হেলিকপ্টারে প্লাবিত এলাকা সরেজমিনে দেখেন তিনি। ঘাটালে পৌঁছেই একটি ত্রাণ শিবিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সৌমেন মহাপাত্র, মানস ভুঁইয়া-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘ঘাটালের অবস্থা খুব ভয়াবহ। সব দেখলাম। প্রশাসনকে আরও পরিকল্পনা করে বেশি কাজ করতে হবে। আরও অনেক ক্যাম্প তৈরি করতে হবে। পরিকল্পনা করে কাজ না করলে বিপদ বাড়বে।’
Comments are closed.