ত্রিপুরায় মহামারী আইনে গ্রেফতার হওয়া ১৪ তৃণমূল নেতার জামিন

নিজস্ব সংবাদদাতা : ত্রিপুরার খোয়াইয়ে মহামারী আইনে গ্রেফতার হওয়া দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জন তৃণমূল নেতানেত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারক। জামিন মঞ্জুর হল ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে। এর আগে তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতারি ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধে যায় খোয়াই থানায়। এদিন আগরতলা থেকে সোজাসুজি খোয়াই থানায় পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আগে থেকে হাজির ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও দোলা সেনরা।
The bias of Tripura police is now out in the open! Acting as puppets of the @BJP4Tripura govt, they have shown how ruthless they can be when it comes to choking all voices that oppose @BjpBiplab.
This is exactly why #TripuraDeservesBetter! This is exactly why we'll NOT give up. pic.twitter.com/xOdmP9DGfp
— AITC Tripura (@AITC4Tripura) August 8, 2021
খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলেন, ‘যে তৃণমূল নেতারা শনিবার আক্রান্ত হলেন, তাঁদের মহামারী আইনে গ্রেফতার করা হল। আর থানায় আসার পথে আমাদের ঘিরে যাঁরা জমায়েত করল, তাঁরা আইন ভাঙছে না? যাঁরা বাইরে গোলমাল করছে তাঁদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিচ্ছে না কেন?’
খোয়াই থানায় তৃণমূল নেতারা জানতে চান, কোন অভিযোগের ভিত্তিতে দলের যুব নেতা-নেত্রীদের গ্রেফতার করা হয়েছে সেই নথি দেখাতে হবে। পুলিশ রাজি না হওয়ায় উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। খোয়াই থানায় এসডিপিও এবং পুলিশ সুপারকে অভিষেকের কড়া বার্তা, ‘আপনার কাঁধে অশোক স্তম্ভ রয়েছে, পদ্মফুল নয়’।
Comments are closed.