ভারতের রুশ কুস্তি কোচ বরখাস্ত, গেমস ভিলেজ ছেড়ে যাওয়ার নির্দেশ
সাম্যজিৎ ঘোষ
টোকিও অলিম্পিকে শাস্তির হল ভারতীয় কুস্তি দলের রুশ কোচ মুরাদ গাইদারভের। রেফারিকে আঘাত করার গুরুতর অপরাধে এই শাস্তি। ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়ার ব্রোঞ্জ পদকের ম্যাচে হারের পরই রেফারির ঘরে গিয়ে গাইদারভ এক রেফারিকে আক্রমণ করেন বলে অভিযোগ।
এরপরই আন্তর্জাতিক কুস্তি সংস্থা, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও ভারতীয় কুস্তি সংস্থার সঙ্গে বিশেষ সভার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই কোচকে বরখাস্ত করা হয়। ভারতীয় কুস্তি সংস্থা দুঃখপ্রকাশ করে তাঁকে বরখাস্ত না করলে শাস্তির মুখে পড়তে হত জাতীয় কুস্তি সংস্থাকেই। উল্লেখ্য ২০০৮-এ বেইজিং অলিম্পিকে রুপোজয়ী গাইদারভ এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। কোচ মুরাদ গাইদারভকে গেমস ভিলেজ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।
Comments are closed.