৪১ বছর পর হকিতে পদক ভারতের, জার্মানিকে হারিয়ে ৫-৪ গোলে জয় মনপ্রীতদের
সাম্যজিৎ ঘোষ
১৯৮০ থেকে ২০২১। ব্যবধান ৪১ বছরের। অলিম্পিকে পুরুষদের হকিতে পদক জয়ের পোডিয়ামে ফের উড়ল ভারতীয় পতাকা। ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে জার্মানিকে উত্তেজক ম্যাচে ৫-৩ গোলে হারিয়ে হকির পদক জয়ের সরণিতে ফিরল ভারত। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল করেন সিমরনজিৎ। লড়াইয়ে ফেরে ভারত। জার্মানির পর পর দুই গোল শোধ করে হরমনপ্রীতরা বুঝিয়ে দেন পদক জেতার লক্ষ্যেই মাঠে নেমেছেন তাঁরা। এরপর আরও দুটি গোল করে ম্যাচে কার্যত পকেটে নিয়ে নেয় ভারত। জার্মানি ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষে গেলকিপার শ্রীজেশের হুঙ্কার দেখেই বোঝা গেল কতটা দামী এই পদক জয়। সেই সঙ্গে ভারতের ঝুলিতে ঢুকল পঞ্চম পদক।
ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় হকি দলের জয়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।
Comments are closed.