স্বপ্নভঙ্গ! পুরুষ হকিতে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হার ভারতের

সাম্যজিৎ ঘোষ
ফিরল না সোনালি দিনের স্বপ্ন। হকির জাদুকরের দেশ এবারও সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গেল টোকিও অলিম্পিকে। সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই করে ৫-২ গোলে হারতে হল মনপ্রীতদের। ভারতের গোল দুটি করেন হরমনপ্রীত ও মনদীপ সিং। বেলজিয়ামের পেনাল্টি কর্নার বিষেশজ্ঞ আলেকজান্ডার হেন্ড্রিক্স হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হন। গত অলিম্পিকেও বেলজিয়ামের কাছে শেষ আটের লড়াইয়ে হারতে হয় ভারতকে।
কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দাপুটে জয়ের পর অনেক আশা জাগিয়ে ছিল পুরুষ হকি দল। এদিন শেষ চারের লড়াইয়ে, এই অলিম্পিকে একমাত্র অপরাজিত দল, বেলজিয়াম ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারত পরপর দুটি গোল করে এগিয়ে যায়। তবে এর কিছু পরেই সমতা ফেরায় বেলজিয়াম। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ গোলে এক বিন্দুতে ছিল দু’দলই। কিন্তু শেষ কোয়ার্টারে বেলজিয়াম আরও তিনটি গোল গোল করে স্বপ্নভঙ্গ করে ভারতের।
বেলজিয়ামের তুরুপের তাস হেন্ড্রিক্স হ্যাটট্রিক করেন। ভারত বেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও একটি গোলই করতে সক্ষম হয়। শেষদিকে মরিয়া ভারত গোলকিপার শ্রীজেশকেও তুলে নেয়। গোলকিপার ছাড়াই শেষ কয়েক মিনিট খেলার সময়ই পঞ্চম গোল হজম করে হরমনপ্রীতরা। গত অলিম্পিকেও শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের কাছে হেরে যায় ভারত। এবার সোনার দৌড় থেকে ছিটকে গিয়ে ব্রোঞ্জ পদকের লড়াই ভারতের।
Comments are closed.